মুতাহার কামাল, চোপড়া: আগামী ২৮শে ফেব্রুয়ারী বাম ও কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশ।
যখন রাজ্যজুড়ে চলছে দলবদলের খেলা ও সিবিআই অভিযান, ঠিক সেই সময় বামেদের পাখির চোখ ব্রিগেড।
তারই প্রচারকে সামনে রেখে সিআইটিউ চা-বাগান শ্রমিকদের পথসভা অনুষ্ঠিত হলো চোপড়া ব্লকের ঘরুগছ মোড়ে।

বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের সঠিক মজুরি ও চোপড়ার বাগান লুঠ বন্ধের দাবীকে সামনে রেখে ব্রিগেড যাওয়ার আহ্বান জানান সিটু নেতা কার্তিক শীল। এদিন উপস্থিত ছিলেন সিপিএম নেতা পরিতোষ রায় ও বিষ্ণুপদ দাস।