শচীন দাস, ইসলামপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ বাইপাস ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সাগর দাস। বয়স আনুমানিক ৩০ বছর। মৃত ওই সিভিক ইসলামপুরের বিবেকানন্দ পাড়ায় বসবাস করতেন।
বৃহস্পতিবার রাতে অলিগঞ্জ বাইপাসে শিলিগুড়ি একটি ছোটো গাড়ি ওই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ওই সিভিক ভলান্টিয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া আছরে পড়েছে পুলিশ মহলে।