নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: পবিত্র রমজান মাসে সিয়াম (রোযা) সাধনার সঙ্গে সঙ্গে মুসলিমরা গরীব দুঃস্থ অসহায়দের মাঝে যাকাত, ফেতরা সহ বিভিন্ন দান সদকা করে থাকে অধিক পরিমাণে। মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রমযান মাসে সৎ কাজ করলে অন্য মাসের সৎ কাজের থেকে সত্তর গুণ বেশি পুণ্যার্জন হয়। এই মাসে তাই বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। নুতুন চাঁদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গরীব দুঃস্থদের বস্ত্র বিতরণ হয় কোচবিহার ১ নং ব্লকের মোয়ামারী গ্রাম পঞ্চায়েত এলাকার ময়নাগুড়িতে। বিতরনের সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করার সার্বিক দায়িত্বে ছিলেন যথাক্রমে সোসাইটির সম্পাদক গোলাম মোস্তফা ও সদস্য নুর ইসলাম ও সোসাইটির অন্যান্যরা।
বস্ত্র বিতরণ কর্মসূচিতে সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী ও বিভিন্ন আন্দোলনের অন্যতম মুখ কাওসার আলম ব্যাপারী কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন, খুবই মহৎ কর্মসূচি, সবাই এগিয়ে আসুন যাতে করে আরো বেশি করে গরীব দুঃস্থদের কাছে এর সুবিধা পৌঁছাতে পারে। সোসাইটির সম্পাদক গোলাম মোস্তফা বলেন, প্রতি বছর ক্ষুদ্র চেষ্টায় অসহায়দের পাশে থাকার চেষ্টা করি, এবছরও করলাম। অনেক চাহিদা পূরণ করতে পারিনা। সকলের এগিয়ে আসা উচিত।
বস্ত্র বিতরণ কর্মসূচিতে আজকে অনেকগুলো পরিবার উপকৃত হয়। এই কর্মসূচিতে মোয়ামারি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আবুল কালাম আজাদ, আলী হোসেন (খোকন ), হাফিজ উদ্দিন, ডাঃ আজিজুল হক, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।