নিউজপিডিয়া ডেস্ক : করোনা প্রতিরোধে লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় গনপরিবহন ব্যবস্থা। ইতিমধ্যে পঞ্চম দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে যাত্রী পরিবহণ পরিষেবায় সুবিধা দিতে বুধবার থেকে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলায় বাস চালালেন বেসরকারি বাস মালিকদের একাংশ।
পঞ্চম দফার লকডাউনে গনপরিবহন ব্যবস্থা শিথিল করা হলেও যাত্রী সংখ্যা ও ভাড়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়। যার ফলে কাজে বেরিয়ে সমস্যায় পড়ছেন রাজ্যের সরকারি কর্মী এবং অন্যান্যরা।
করোনা সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে বাসে কম সংখ্যক যাত্রী নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ দিকে নূন্যতম যাত্রী নিয়ে বাস চালাতে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিকরা। তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও সমাধান মেলেনি।
ইতিমধ্যে মঙ্গলবার দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। বাস কলকাতা, আসানসোল, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রাম রুটে চলা সত্ত্বেও অল্প সংখ্যক যাত্রী দেখা গিয়েছে। অপরদিকে বেসরকারি বাসের অভাবে কলকাতার অফিসযাত্রীরা শেষ কয়েক দিন চূড়ান্ত দুর্ভোগে পড়েন। ভিড়ের কারণে মেট্রোরেলে সামাজিক দূরত্ব ঠিকঠাক মান্য না হওয়ায় চিন্তিত রাজ্যের স্বাস্থ্য কর্তারা।
এ দিন বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের একাংশ কলকাতা ও রাজ্যের জেলাগুলিতে রাস্তায় কিছু বাস চালান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তবে বর্ধিত ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়ারও আবেদন জানানো হয়নি। অসুবিধা সত্ত্বেও বাস মালিকরা আপাতত আগের ভাড়াতেই বাস চালানোয় স্বস্তি ফিরে পেয়েছে নিত্যযাত্রীরা।