বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি: সোমবার বিজেপির হলদিবাড়ি দক্ষিণ মন্ডলের কিষান মোর্চার পক্ষ থেকে পাটোয়ারী পাড়ায় একটি সম্মেলনের আয়োজন করা হয়। এখান থেকে একটি পথ সভারও আয়োজন করা হয়।বিজেপির কিষান মোর্চার পথসভাটি পাটোয়ারী পাড়া থেকে সিঞ্জারহাটে এসে শেষ করা হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির হলদিবাড়ি দক্ষিণ মন্ডলের সভাপতি প্রভাত চন্দ্র রায়, বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তী,হলদিবাড়ি দক্ষিণ মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী স্বপ্না রায় সহ দলের অন্যান্য কার্যকর্তারা।
