নিউজপিডিয়া ডেস্ক: প্রধানমন্ত্রীর পর এবার নতুন আঙ্গিকে ‘মন কি বাত’ নিয়ে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে নতুন এই শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পৃথক। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেই এক ট্যুইটে জানিয়েছেন যে, ‘এখন থেকে আমি দেশের সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, সঙ্কট ইত্যাদি বিষয়ের উপর বিভিন্ন ভিডিও করে সকলকে জানাতে থাকব। সত্যটা জানতে ইচ্ছুকদের জন্যই এই সব।’
সোমবার অপর এক ট্যুইটে তিনি জানিয়েছেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমের বড় অংশই ফ্যাসিবাদী স্বার্থে চাপা পড়েছে। টেলিভিশন চ্যানেল, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপের ফরোওয়ার্ড মেসেজ ইত্যাদি ক্ষেত্রে আজকাল ভুয়ো খবরে পূর্ন হয়ে গিয়েছে। এসব ঘৃণা, মিথ্যাই দেশকে ছিন্নভিন্ন করছে।’
কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ‘স্পিক আপ ইন্ডিয়া’ নামের একটি ভিডিও সিরিজ চালু করা হয়েছে। সেই ভিডিও সিরিজে মারন করোনা মোকাবিলা, ভারত-চীন দ্বন্দ্ব ছাড়াও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের উপর দেশের মানুষ ভিডিও পোস্ট করছেন। তেমনই কিছু করতে চাইছেন রাহুল, ধারণা অনেকের।
সাম্প্রতিক সময়ে তিনি করোনা, ভারত-চীন সম্পর্ক নিয়ে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক প্রশ্ন করার পাশাপাশি কেন্দ্রের পরিকল্পনা সম্পর্কেও জানতে চেয়েছেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর চুপ থাকা নিয়েও প্রশ্ন তোলেন। সংবাদ মাধ্যমগুলিকেও সততা এবং সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনেকেই মনে করছেন, এই ভিডিও বার্তার মাধ্যমে তিনি দেশের মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছেন। এবার অনেকে এটাকে কংগ্রেসের ভবিষ্যৎ পরিকল্পনা বলেও মনে করছেন।