নিউজপিডিয়া ডেস্ক: ইসলাম ধর্মের নবীকে (মোহাম্মাদ সা.) নিয়ে কুটক্তির জেরে হিংসা ছড়িয়ে পড়ল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে বলে খবর পাওয়া গেছে।আর,সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত সেই পোস্ট করায় গতকাল রাতে কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মুর্তির ভাইপোকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনার পর থেকেই শহর জুড়ে সৃষ্টি হয় সহিংসতার পরিবেশ।

শহরে সহিংসতার সাথে যুক্ত থাকার অভিযোগে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত বলেছেন,””সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট শেয়ার করার জন্য অভিযুক্ত নবীনকে গ্রেপ্তার করা হয়েছে”।
বেঙ্গালুরু যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাতিল বলেছেন,” সোশ্যাল মিডিয়ায় সহিংসতা মূলক পোস্ট শেয়ার করার ফলে বেঙ্গালুরুতে যে হিংসা ছড়িয়ে পড়েছিল, তার অভিযোগে ১১০ জনকেও গ্রেপ্তার করা হয়েছে”।

রাতে সংঘর্ষের সময় দু’জন মারা গেছেন এবং ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করা হলেও এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ার পরে ডিজে হলি ও কেজি হলি থানা সীমানায় কারফিউ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মুর্তির ভাইপো নবীন সোশ্যাল মিডিয়ায় অপ্রীতিকর পোস্ট করায় বিক্ষোভকারীরা তাঁর বাড়ি ভাঙচুর করেছিল।