নিউজপিডিয়া ডেস্ক: রাজনৈতিক মহলে ক্রমশই চওড়া হচ্ছে করোনার থাবা। স্বরাষ্ট্রমন্ত্রী ও কর্নাটকের মুখ্যমন্ত্রীর করোনা পসিটিভ এর পর এবার করোনায় আক্রান্ত হলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম। সোমবার একটি টুইটের মাধ্যমে তিনি নিজেই একথা বলেছেন। স্বল্প উপসর্গ থাকায় আপাতত তিনি হোম আইসোলেশনে আছেন।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদম্বরম টুইট করে বলেন, “আমার করোনা টেস্ট রিপোর্ট পসিটিভ এসেছে। স্বল্প উপসর্গ থাকার দরুণ চিকিতসকদের পরামর্শ অনুযায়ী আমি হোম কোয়ারান্টিনের আওতায় আছি। সম্প্রতি যারা আমার সাথে যোগাযোগ করেছেন তাদের সবাইকে আমি মেডিকেল প্রোটোকল অনুসরণ করার জন্য অনুরোধ করছি”।
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা করোনা পসিটিভ হওয়ার একদিন পরেই কার্তি চিদম্বরম করোনা পসিটিভ হলেন। শাহ প্রথম কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রী যিনি করোনা পসিটিভ হয়েছেন।