রুহুল আমিন, মালদা: মালদা জেলার হরিশচন্দ্রপুরে প্রতিবাদ করলো জাতীয় কংগ্রেস। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতিবাদ আন্দোলন করে কংগ্রেস। হরিশচন্দ্রপুরে সেই আন্দোলনের নেতৃত্ব দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম , সাথে ছিলেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কংগ্রেস প্রাক্তন সভাপতি বিমান বিহারী বসাক ও দুই নং ব্লকের প্রাক্তন সভাপতি আবুল কাসেম ও কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব।
এ নিয়ে বিধায়ক মোস্তাক আলম বলেন, কেন্দ্র সরকার ক্ষমতা আসার পূর্বে বলেছিলেন ” আমাকে ১০০ দিনের সূযোগ দিন আমি দেশের পরিবর্তন করে দিবো” কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটছে কোনো প্রতিশ্রুতি পূরণ না করে জনগনের হয়রানি বেশী করছে সরকার । সরকারের অবিলম্বে দরকার জনগনের সুবিধার্থে পণ্য সামগ্রী থেকে শুরু করে, পেট্রোল-ডিজেল ইত্যাদির মূল্য হ্রাস করতে হবে।