নিউজপিডিয়া ডেস্ক: সুপ্রিম কোর্ট নির্দেশিত ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ এর সদস্যদের উদ্যোগে অযোধ্যাতে রাম মন্দিরের শীঘ্রই শুরু হবে। শনিবার অযোধ্যাতে বৈঠকের পরই দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। এও জানা গেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনক্ষণ স্থির করবেন।
ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে একটি আমন্ত্রণ প্রেরণ করা হয়েছে এবং আগামীকাল শনিবারের বৈঠকে মন্দির নির্মাণ শুরুর তারিখ চূড়ান্ত হতে পারে।
সূত্রের খবর, মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বৈঠকে উপস্থিত থাকবেন। তিনি প্রধানমন্ত্রীর থেকে মন্দির নির্মাণের দিনক্ষণ ঠিক করে আনবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতও মন্দির নির্মাণের সূচনা উপলক্ষে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সূত্রের মতে, রাম মন্দির নির্মাণ কাজ আগস্ট মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্দির নির্মাণের সূচনালগ্নের অনুষ্ঠানে অনেক কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্যাধিকারী ব্যক্তিগণের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তবে করোনা সঙ্কটের জেরে সেই তালিকায় কাটছাঁট করা হয়েছে। এই পরিস্থিতিতে মন্দির নির্মাণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাগবত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং অত্র অঞ্চলের সাংসদরা। যদিও মন্দির ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, সিংদ্বারে অনুষ্ঠিত ‘শিল্যান্যাস’ কর্মসূচি যথাযথ অনুষ্ঠান ছিল না।
সূত্রটি আরও জানিয়েছে যে, মন্দির নির্মাণ শুরুর প্রাক্কালে ওই স্থানে ‘ভূমি পূজা’ করা হবে। মন্দির নির্মাণের এই আনুষ্ঠানিক কর্মসূচির জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ ছিল। বিশ্বাস করা হয়, বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেটাই ছিল হিন্দু ধর্মের অবতার রামের জন্মস্থান। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে বাবরি মসজিদ ১৯৯২ সালে ধ্বংস করতে উদ্যোগী হয়েছিল। রামের জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ ছিল বিজেপির রাজনৈতিক ইস্যু, যা তাদের দুই দশকেরও বেশি সময় ধরে দলের ইশতেহারে রয়েছে।
গত বছরের ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনার পরে কেন্দ্রীয় সরকার কর্তৃক ‘রামজন্মভূমি ট্রাস্ট’ গঠন করা হয়েছিল।