নিউজপিডিয়া ডেস্ক: ভোটের মরশুমে রাজ্যজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে ডাক্তাররা বারবার করে সাবধান করছেন এবং প্রত্যেকটি করোনা বিধি মেনে চলতে বলছেন। সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার ও সামাজিক দূরত্বও মেনে চলতে বলছেন। এই পরিস্থিতিতে আলটপকা মন্তব্য করে বসলেন মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী। তার কথা অনুযায়ী, “যেহেতু আমরা রোদের মধ্যে ঘুরি তাই কেউ করোনাতে আক্রান্ত হবে না, এমনকি আমিও হব না।” এই মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন এই বিজেপি প্রার্থী।
যে কোন বিষয় নিয়েই রাজনৈতিক নেতা-নেত্রীদের বিতর্কিত মন্তব্যের প্রচলন বহুকাল ধরেই। তবে সম্প্রতি তা একটু বেশি দেখা যাচ্ছে। দেশ তথা রাজ্যের মধ্যে যখন করোনা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ঠিক সেই সময়ে একজন জনগণের প্রতিনিধি হয়ে এরকম মন্তব্য কাম্য নয়। এতে উল্টে সাধারণ মানুষের ক্ষতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।