নিউজপিডিয়া ডেস্ক : কোচবিহার পুলিশ প্রশাসনের মানবিক মুখের সাক্ষী থাকলো জেলাবাসী। বৃহস্পতিবার বুড়িরহাট ভুলকির এক কোভিড আক্রান্ত বৃদ্ধর শেষকৃত্য সম্পন্ন করে পুলিশ এবং প্রশাসন। সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় প্রশাসন I কোভিড পরিস্থিতিতে এবং করোনায় আক্রান্ত থাকার জন্য শেষকৃত্য হাজির হতে পারেননি কোনো আত্মীয় স্বজন I সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা নিজেই মুখাগ্নি করলেন শেষ মুহুর্তে I এমনকি দাহকাজ শেষে হিন্দু রীতি মেনে সেই চিতাভস্ম নিজে যত্ন করে এনে রেখে দেন থানার মালখানায়।
এদিন সকালে মৃতের পুত্র থানায় এসে নিজের পরিচয় দেন এবং সুরক্ষিত চিতাভস্ম গ্রহণ করেন I মৃতের পরিবারের তরফে হেমন্ত শর্মাকে তথা কোচবিহার পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।