নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: ফের গোপন সূত্রে খবরের ভিত্তিতে গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে কোচবিহার জেলার ভেটাগুড়ি সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটক করে। এবং ওই গাড়িটিতে তল্লাশি চালালে ৫৮ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যাক্তির নাম উত্তম দাস ও বাপী ঘোষ। তারা মালদা জেলার ইংরেজবাজার এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা পুলিশ ওই এলাকায় গাড়িটিকে আটক করলে তাঁদের সাথে উদ্ধার হয় ৫৮ কেজি গাঁজা।
দিনহাটা থানা পুলিশের প্রাথমিক অনুমান, গাঁজা গুলি পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্চিল। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কী না সেই দিকটা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।