নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: এবার কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং করোনা আক্রান্ত। শনিবার রাতে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। আর ওই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে আমজনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকদিন আগেই তিনি প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়ের সঙ্গে জনৈক বিনয় বর্মনের বাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রচুর লোকের সংস্পর্শে আসেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তাঁকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁর বাড়ি সহ এলাকার বেশ কিছুটা অংশ কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সিল করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।
এদিন জেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯৪ জন। চিকিৎসা করে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এক্টিভ কেস ৫৩। জানা গিয়েছে, আক্রান্তরা প্রত্যেকেই কোচবিহার সদরের বাসিন্দা। তবে তারা ভিন্ন রাজ্য থেকে ফেরত নাকি কোন পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছে তা জানা যায়নি। ইতিমধ্যে এলাকা গুলিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।