বিহির আলম, কোচবিহার: করোনা আবহে যখন মানুষ সাধারন জনজীবনে এখনো ধাতস্থ হতে পারে নি, তখনো কোচবিহার জেলা পুলিশ সদা সচেতন অপরাধ রুখতে আর তার ফলও হাতে নাতে পাচ্ছে জেলা পুলিশ। আবারও বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দুইটি গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় ৮০ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শীতলকুচি থানার পুলিশ। মাদকদ্রব্য ও তার পাচারের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সর্বদা অভিযান চালিয়ে যাবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে।