নিউজপিডিয়া ডেস্কঃ একুশের বিধানসভা ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামের ভোট হতে আর মাত্র দু’দিন বাকি। তার আগে শেষবেলার প্রচার সারলেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে মাথা ঠান্ডা রেখে ভোট দিতে বলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, “৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল।”
এরপরে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য তিনি বলেন, “নন্দীগ্রামের মা-বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না। আমি মডেল নন্দীগ্রাম তৈরি করে দেব। হলদিয়া-নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করে দেব। খেলা হবে। যারা গুন্ডামি হবে, তাদের ভোট দিয়ে রাজনৈতিকভাবে কবর দিন।” শুভেন্দুকে আক্রমণ করে তিনি বলেন, “হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার-মীরজাফর। টাকা দিলে নিয়ে নেবেন। কিন্তু, ভোট দেবেন না। পুলিশের গাড়ি থেকে, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে।”