নিউজপিডিয়া ডেস্ক: কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যায় ভারত চীনকে ছাড়িয়ে গেল। শুক্রবার রাত পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা ৮১,৯৭০ জন। কিন্তু বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া তথ্যের হিসেবে দেখা যাচ্ছে, ভারতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি ভাবে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮২,৯৩৩ জন। তবে সেই তথ্য নিয়ে বিভিন্ন মহল সন্দেহ প্রকাশ করেছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের তালিকায় ভারত রয়েছে ১১তম স্থানে।
রাজ্যগুলির তুলনামূলক হিসেবে দেখা যাচ্ছে, ভারতে ১৪টি রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজারের বেশি। চারটি রাজ্যে ৫ হাজারের বেশি এবং দুটি রাজ্যে ১০ হাজারের অধিক করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র মহারাষ্ট্রে মৃত হাজার অতিক্রম করেছে এবং আক্রান্ত ৩০ হাজারের কাছাকাছি, তামিলনাড়ুতে আক্রান্ত ১০,১০৮ এবং মৃত ৭১। গুজরাত মৃত ৬০৬ এবং আক্রান্ত ৯৯৩২। পশ্চিমবঙ্গে করোনা রোগীর সংখ্যায় অষ্টম স্থানে হলেও মৃৃতের সংখ্যায় চতুর্থ স্থানে। রাজ্যে করোনা আক্রান্ত ২৪৬১ এবং মৃত ২২৫।
শেষ কয়েকদিনে করোনা রোগীর দ্বিগুণ হওয়ার সংখ্যা অনেকাংশেই বেড়েছে। চিন্তার বিষয় হল বর্তমানে প্রতিদিনই প্রায় ৪ হাজার করে নতুন কেস আসছে। ১৭ মে থেকে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার পর চতুর্থ লকডাউন যেখানে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কি হারে বাড়বে, সেটাই দেখার।
প্রসঙ্গত চীনের উহান প্রদেশ থেকে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে কিছু কেস থাকলেও এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা একশোর কম রয়েছে। মারন করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মারা গিয়েছেন ৩ লাখ মানুষ এবং আক্রান্ত ৪৫ লক্ষ। সরকারি তথ্য অনুযায়ী চীনে করোনায় মৃতের সংখ্যা ৪৬৩৩। ইতিমধ্যে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৬৪৯ জনের।