নিউজপিডিয়া ডেস্ক: দেশজুড়ে আছড়ে পড়েছে মারন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে কিছু ব্যক্তি অসৎ পন্থা অবলম্বন করে চলেছে। এমনই একজনকে নাগপুর থেকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি একজন ফল বিক্রেতা হয়েও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছিলেন।
জানা গেছে, মহারাষ্ট্রের নাগপুরের কামঠি এলাকার বাসিন্দা চন্দন নরেশ চৌধুরী ফল ও আইসক্রিম বিক্রি করতেন। যদিও পরবর্তীতে একজন বিদ্যুৎ কর্মী হিসাবে কাজ শুরু করেন বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে গত পাঁচ বছর ধরে ‘ওম নারায়ণ বহুমুখী সমিতি’ নামে একটি দাতব্য চিকিৎসালয়ও চালাচ্ছিলেন তিনি। আর সেখানেই তিনি করোনা আক্রান্ত রোগীদের আয়ুর্বেদ চিকিৎসা প্রদান করেছিলেন।
দেশে চলমান অতিমারি করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মহারাষ্ট্রের নাগপুর জেলায় তাঁর ঔষধালয়ে কোভিড -১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু চালাচ্ছিলেন। বিষয়টি তাঁর কাছের কেউ জানতে পেরে জেলা পুলিশে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর ফল বিক্রেতা ওই ব্যক্তির ওষুধের দোকানে অভিযান চালায় পুলিশ। শেষে ভুয়া চিকিৎসক হিসেবে পুলিশ চন্দন নরেশ চৌধুরীকে গ্রেফতার করে। তাঁকে মহারাষ্ট্র প্র্যাকটিশনারস আইনের আওতায় গ্রেফতার করা হয়। এছাড়া সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার, সিরিঞ্জ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।