সংবাদদাতা, মালবাজার, ১৮ জুলাইঃ মাল মহকুমায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাতে মাল শহরে নতুন করে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি, মাল মহকুমার ডামডিম, ওদলাবাড়ি, মীনগ্লাস চাবাগান, মৌলানি, মেটেলি এলাকায় করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাল শহরের নতুন করে আক্রান্তরা প্রত্যেকেই ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। ওই ওয়ার্ডের কো অর্ডিনেটর পুলিন গোলদার বলেন, “আমাদের এলাকা আগেই কনটেন্টমেন্ট জোন করা হয়েছে। এলাকার সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

প্রশাসনের উদ্যোগে মাল শহরে নতুন করে বেশ কয়েকটি জায়গা কনটেন্টমেন্ট জোন করা হয়েছে। সেই সঙ্গে স্যানিটাইজ করবার কাজও জোরকদমে চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে করোনা আতঙ্ক বাড়ছে। মাল শহরে এখন লকডাউন চলছে স্বতঃস্ফূর্তভাবে। পুরো এলাকা শুনশান। দোকান বাজার সব বন্ধ। সকলেই নিজেদের গৃহবন্দি করে রেখেছেন।
গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এলাকার বিভিন্ন মহল থেকে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো ও র্যাপিড টেস্টের দাবিও উঠেছে। শহরের বাসিন্দা প্রদ্যুম্ন দাসগুপ্ত, পরিতোষ দে, রাজু পোদ্দাররা প্রমুখ জানান, মাল শহর জুড়েই ভীতির সঞ্চার হয়েছে। নিজেরা সাবধানতা অবলম্বন করেছি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে। অন্যদেরও আবেদন করেছি বাইরে না বের হবার জন্য।
এদিকে মাল পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা সাধারণ মানুষকে আতঙ্কিত না হবার আবেদন জানান এবং প্রত্যেককে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেছেন।
অপরদিকে মালবাজার মহকুমা শাসক শান্তনু বালা বলেন, স্থানীয় স্তর থেকে দাবিগুলি লিখিত আকারে আসলে আমরা তা জেলা প্রশাসনের নিকট পাঠিয়ে দেবো।