নিবারণ রায়, ধুপগুড়িঃ সোমবার মাগুর মারি ২ নং গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে জলঢাকা বাজারে সমস্ত পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের রাখি বন্ধন ও মাক্স বিতরণ করা হল। পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে করোনা পরিস্থিতি সম্পর্কে জণগণকে সচেতন করা হয়।
এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয়া সীমা রায় বলেন, “গ্রামের অনেক সাধারণ মানুষ এখনো করোনা পরিস্থিতি সম্পর্কে উদাসীন, তাই তাদের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত এই উদ্যোগ। আর যেভাবে দিনের পর দিন করোনা বেড়েই চলেছে তাতে অত্যন্ত সচেতন না হলে আমাদের নিজেকে রক্ষা করা খুবই মুশকিল।” এই কর্মসূচিতে পঞ্চায়েত প্রধান মাননীয়া সীমা রায় ছাড়াও সকল গ্রাম পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন।