কলকাতা, ১৭ জুলাই: করোনা পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করতে চলেছে। হাসপাতালে ভিড়ও বেড়ে গিয়েছে অনেকটা। তাই এবার হাসপাতালে ভিড় কমানোর পদক্ষেপ হিসেবে ফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ করে দেওয়া হল। স্বাস্থ্যকর্মীরাও করোনা আক্রান্ত হওয়ার ফলে সেই সঙ্কট নিরসনে বিশেষ এই পদক্ষেপ। এমন সঙ্কটময় পরিস্থিতিতে বাড়ি বসে ফোনে চিকিৎসকের পরামর্শ পরিষেবা চালু করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। যেসব নম্বরে ফোন করলে পরিষেবা মিলবে সেই চিকিৎসকদের নাম ও ফোন নম্বরের তালিকা প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। দেখে নিন সেই তালিকা-
সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত যে নম্বরে মিলবে পরিষেবা-
১) ডাঃ শৈবাল ব্যানার্জি ৮৯১০০৬৬৩৩৬
২) ডাঃ নিত্যগোপাল ওঝা ৯৪৩৩৪১৩৯২১
৩) ডাঃ সুবীর কীর্তনিয়া ৯৯৩৩৪১৫১২৪
৪) ডাঃ পাপড়ি নায়েক ৯৮৩১৬০২৩৯৬
৫) ডাঃ কল্যাণ রাজন মুখোপাধ্যায় ৯৪৩২১২২০৮০
৬)ডাঃ বিপা বাসু ৯৮৭১৩২২৬৬
৭) ডাঃ বীরেন্দ্র প্রসাদ সাউ ৯৪৩৪১৮৩৮৯১
৮) ডাঃ অমিতাভ সরকার ৯৮৩১৫০৩৩৬৬
৯) ডাঃ শুভদ্বীপ সরকার ৮৩৩৪৮৬৬৬৬৭
১০) ডাঃ উমাশঙ্কর দলুই ৯৪৩৩১২৪১১৪
১১) ডাঃ গোপা রায় ৮২৪০০৩০৮০
১২) ডাঃ তমা ঘোষ ৯৮৩০৪১৭২৩
১৩) ডাঃ সরস্বতী বারুই ৮৭৭৭৫৬৮৫৫২
১৪) ডাঃ মিতালি অধিকারি ৯৪৩৪৯৪৪২৫৩৪
১৫)ডাঃ সুব্রত দালাল ৯৮৩৬১০৮৭১০
১৬) ডাঃরুনা ভট্টাচার্য ৯৮৩৬৪৮৮৬৫৭
রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত যে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন-
১) ডাঃ স্বরূপ সাধু ৭০০৩১৫০৪৬০
২) ডাঃ দিপেন্দ্র নাথ দাস ৯০৫১৬২৫৪৩১
৩) ডাঃ শান্তনু বিশ্বাস ৯৭৬২০৮৬৬০৩
৪) ডাঃ শভাকাত আলি খান ৯৪৭৫৬৮৬৪৩০
৫) ডাঃ শ্রীবাস রায় ৯৮৩৬৮৮৩৩৬২
৬)ডাঃ তমাল ঘোষ ৯৬৮১৬৬৯৫৬১