নিজস্ব প্রতিনিধি, মালদা: করোনা এবার হানা দিল মালদার সামসিতে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পর করোনা ধরা পড়েছে সামসি গ্রামীণ হাসপাতালে। মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা এবার হানা দিল মালদার সামসি গ্রামীণ হাসপাতালে। মোট ১৪ জনের মধ্যে হাসপাতালেরই ১২ জন রয়েছে। একজন চিকিৎসক, একজন নার্স সহ মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কোন কোন কর্মীর জ্বর, সর্দি দেখা দেওয়ায় গত ৮ জুলাই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। তাতে মোট ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে। যার মধ্যে হাসপাতাল কর্মীর পরিবারের ৪ সদস্য রয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানদারের স্ত্রীর এবং অপরজন অত্র এলাকার।
একসঙ্গে ১২ জন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্যায় পড়বেন স্থানীয় মানুষজন। সেইসঙ্গে চিন্তায় রয়েছেন যাঁদের রিপোর্ট নেগেটিভ তাঁরাও। কারণ রিপোর্ট আসার আগে পর্যন্ত সকলেই একসঙ্গে কাজ করেছেন।
এ প্রসঙ্গে রতুয়া ১ এর বিএমওএইচ মাসুদ রহমান জানিয়েছেন, ‘চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, চতুর্থ শ্রেণীর কর্মী সব মিলিয়ে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কর্মী কমে গেলেও চিকিৎসা পরিষেবা পূর্বের ন্যায় চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিষেবা বন্ধ হয়ে গেলে জনগন কোথায় যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি এও জানান, এই সঙ্কটের সময়ে জনগন নিশ্চয় সহযোগিতা করবেন আমাদের সঙ্গে।’