নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: যে দেশে যে খেলা জনপ্রিয় আর সেই প্রিয় খেলা দেখার জন্য সমর্থকরা তো পাগলামো করবেই। তাই বলে সোজা ক্রেনে চড়ে খেলা দেখা, ঠিক এমনি দেখা গেলো পোলান্ডে। পোলিস ফুটবল লিগের থেকেও পোল্যান্ডে জনপ্রিয় খেলা হয় স্পিডওয়ে রেসিং।
স্পিডওয়ে একস্ট্রালিগ- বাইকের সেই রেস সবচেয়ে জনপ্রিয় খেলা পোল্যান্ডে। ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন মুখোমুখি হয়েছিল জিকেএম গ্রুদজিয়াজ-এর। এই রকম টানটান উত্তেজনার রেসিং কোনও মতেই ছাড়া যায়না।
এদিকে করোনার কারণে সোশ্যাল ডিস্ট্যান্সিং বাধ্যতামূলক মানতেই হবে। স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না মিললেও খেলা দেখা বাদ দেওয়া যায় না। তাই তো প্রিয় দলের খেলা দেখতে ১৮টা ক্রেন ভাড়া করলেন পোল্যান্ডবাসী।
ক্রেন দাঁড় করানো হয় মাঠের বাইরে। আর সেই ক্রেনে চড়ে প্রিয় দলকে উৎসাহ দিতে হাজির সমর্থকরা।