নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রামিত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী এক সপ্তাহ তিনি হোম আইসোলেশনে থাকবেন বলে সে দেশের সরকারি সূত্রে জানানো হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর করোনার উপসর্গ দেখা দিলে তাঁর লালার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী সাতদিন সেখান থেকেই নিজের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন তিনি।
সরকারি সূত্রে জানানো হয়েছে, মহামারী শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ফ্রান্সে ৫৯,৩০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। সম্প্রতি সংক্রমণ বাড়ায় গত সপ্তাহ থেকে রাত ৮টার পর নাইট কারফিউ জারি হয়েছে দেশজুড়ে। তাতে অবশ্য আশার আলো দেখতে পাচ্ছে না সে দেশের সরকার। বুধবারই নতুন করে ১৭ হাজার মানুষ করোনা সংক্রামিত হয়েছেন বলে খবর। এর আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় সংক্রামিত হয়েছিলেন।