
করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিল্প-কারখানা, বাণিজ্যিক কেন্দ্র, কর্মক্ষেত্র, জনসমাবেশ একেবারেই বন্ধ রয়েছে। মানুষ একপ্রকার গৃহবন্দী। করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিলেও কিন্তু কিছু আশার আলো দেখাচ্ছে। করোনার প্রভাবে পরিবেশ দূষণ অনেকটাই কমতে শুরু করেছে। দূষিত বর্জ্য পদার্থ, ময়লা ইত্যাদি গঙ্গায় আর পতিত হচ্ছে না। হরিদ্বার ও হৃষিকেশ এর নিকট গঙ্গার জল এমন পরিষ্কার হয়েছে যে তা পানের যোগ্য হতে শুরু করেছে।
অধ্যাপক এবং গবেষকদের মতে, কিছুদিন ধরে তারা গঙ্গার জলের অসাধারণ পরিবর্তন লক্ষ্য করছেন। ‘গঙ্গা সভা’র সাধারণ সম্পাদক তন্ময় বসিস্ট এবং স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এর আর কে কাহাইত জানিয়েছেন, আগে কখনো গঙ্গার জল এমন স্বচ্ছভাবে দেখা যায়নি। হরিদ্বার ও হৃষিকেশ এ পর্যটক আবির্ভাব হ্রাস পাওয়া এমন ঘটনা ঘটাতে সাহায্য করেছে বলে গবেষকদের অভিমত। পিসিবির মূখ্য সায়েন্টিফিক অফিসার এস এস পাল এর দাবি, জীবাণুমুক্ত করে গঙ্গার জল পান করতে কোনও সমস্যা নেই।