
দ্য থার্ড আই ডেস্ক: করোনার চিকিৎসা চলাকালীন হাসপাতালে করোনা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল মুম্বইয়ের এক হাসপাতালের চিকিত্সকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বইয়ের ওয়াকহার্ড হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের এক করোনা রোগীকে যৌন হেনস্থা করেন অভিযুক্ত ডাক্তার। আরও জানা যায়, ১’লা মে সকাল ১০টা নাগাদ কাজে যোগ দেওয়ার পরের দিনই এমন কান্ড ঘটান ৩৪ বছরের ওই চিকিৎসক। সংক্রমণের ভয়ে তাঁকে জেলে না রেখে আপাতত থানের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সঙ্গে তাঁর গতিবিধির উপর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে যে, ডাক্তারি পড়া শেষ করেই হাসপাতালের ডিউটিতে জয়েন করেছিলেন অভিযুক্ত চিকিৎসক। ঘটনার জেরে অভিযুক্ত চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, সঠিক তথ্য যাচাই করে হাসপাতালের প্রোটোকল মেনে পুলিশকে জানানো হয় এবং তাঁকে বরখাস্ত করা হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ ও ৩৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে।