নিউজপিডিয়া ডেস্ক: করোনা সঙ্কটকালীন পরিস্থিতির মধ্যে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল। কোথাও রোগী ফেরানোর অভিযোগ, তো কোথাও আবার করোনা চিকিৎসার মোটা অঙ্কের বিল ধরানোর অভিযোগ। এসব নিয়ে বুধবার নবান্নে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালগুলির অধিকর্তাদের নবান্নে তলব করা হল।
বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নবান্নে বেসরকারি হাসপাতালগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব।
বৈঠক শেষে মুখ্যসচিব জানিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলির জন্য কিছু নিয়ম জারি করা হয়েছে। এখন থেকে বেসরকারি হাসপাতালে থাকা খালি বেডের সংখ্যা রাজ্য স্বাস্থ্য দফতরকে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি ওয়েবসাইটে সেই তথ্য আপডেট করা হবে। কোনও রোগী বা তার পরিবার কোনও হাসপাতালে যাওয়ার পূর্বেই সেখানে খালি বেড রয়েছে কি না জানতে পারবেন।
তিনি জানান, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে প্রায় ১০ হাজার বেডের মধ্যে প্রায় ৮ হাজার বেড এখন খালি। তবুও বেসরকারি হাসপাতালগুলি রোগী ফিরিয়ে দিচ্ছে। বেড খালি থাকলে এখন আর রোগী ফেরানো যাবে না, সেকথা স্পষ্ট করে দেন মুখ্যসচিব। সেই সঙ্গে বেসরকারি হাসপাতালকে করোনা চিকিৎসার ব্যয় কমানোর বিষয়টিও অবগত করান তিনি। পাশাপাশি করোনা পরীক্ষা ও পিপিই-এর দামও কমাতে বলেন মুখ্যসচিব।
করোনা চিকিৎসা নিয়ে রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমাধান হয় কি না সেটাই দেখার।