নিউজপিডিয়া ডেস্ক: করোনা ভাইরাস পরীক্ষার জন্য ‘কোভির্যাপ’ নামের নতুন এক ডিভাইস তৈরি করল আইআইটি খড়্গপুর। নতুন এই ডিভাইসে খরচ সাধ্যের মধ্যে। যাতে রিপোর্ট মিলবে এক ঘণ্টার মধ্যেই। আইআইটি খড়্গপুরের তৈরি এই ডিভাইসে ব্যয় হবে মাত্র ৪০০ টাকা। আবার অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে জানিয়ে দেওয়া হবে। চমকপ্রদ পেটেন্টটির জন্য আবেদনও করা হয়েছে আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে।
গবেষকরা জানিয়েছেন যে, বর্তমানে আরটি-পিসিআর টেস্ট মেশিনের সাহায্যে যে টেস্ট করা হয়, তার খরচ পড়ে ১৫ লাখ টাকা। আর প্রতিটি টেস্ট পিছু খরচ পড়ে ২ হাজার থেকে ২৫০০০ টাকা। আর সেখানে প্রতিটি ডিভাইসে ২ হাজার টাকার মতো খরচ হবে বলে জানা গেছে। তবে উৎপাদন বেশি হলে সেই ব্যয় কমবে। সেই জন্য কেন্দ্র এবং বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে আলোচনাও চালানো হচ্ছে অধিক পরিমাণে উৎপাদনের জন্য।
করোনা টেস্টের নতুন এই ডিভাইসটি তৈরি করেছেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী এবং স্কুল অফ বায়োসায়েন্সের ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডল।
সুমন চক্রবর্তী জানিয়েছেন, ‘নতুন ডিভাইসে পুল টেস্টিং সম্ভব। আবার প্রতিটি টেস্টের পর শুধুমাত্র কার্টিজ পেপার পরিবর্তন করে একই পোর্টেবল ইউনিট দিয়ে অনেক টেস্ট করা সম্ভব। নতুন কিটে ঘণ্টায় ন্যূনতম ১০টি নমুনা পরীক্ষা করা যাবে। আরটি-পিসিআর যন্ত্রের মতই নতুন কিটেও করা টেস্টের নির্ভুল ফল পাওয়া যাবে। তাঁদের মতে, নতুন ডিভাইসটিতে ‘ফলস রেজাল্ট’ আসার সম্ভাবনা না থাকায় পরীক্ষার ফল ১০০ শতাংশ নিখুঁত হবে।’
নতুন ডিভাইসের উদ্ভাবক গবেষকরা জানিয়েছেন, ‘সৌরশক্তি এবং ব্যাটারির সাহায্যে প্রত্যন্ত এলাকাতেও নমুনা পরীক্ষার জন্য এই ডিভাইস ব্যবহার সম্ভব। প্রশিক্ষণ ছাড়াই ব্যবহারযোগ্য হওয়ায় লালারসের নমুনা সংগ্রহ করার পর নয়া ডিভাইসটি ব্যবহার করা অত্যন্ত সহজ। কেবলমাত্র বাংলা ও হিন্দিতে লেখা নির্দেশাবলী পড়তে সক্ষম ব্যক্তিরাই আইআইটি খড়্গপুরের নতুন ডিভাইসটি চালাতে পারবেন। ‘