কলকাতা, ২৯ জুন: এবার থেকে করোনা পরীক্ষা নিজেই করা যাবে পশ্চিমবঙ্গে। করোনা ভাইরাস পরীক্ষার অ্যান্টিজেন কিট খোলা বাজারে বিক্রির বিষয়ে পর্যালোচনা করে দেখছে নবান্ন। অনুমোদন মিললেই রক্তের সামান্য নমুনা নিয়ে বাড়িতে বসেই নিজের করোনা পরীক্ষা নিজেই করা যাবে।
বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতিতে একাধিক যন্ত্রের সাহায্যে করোনার পরীক্ষা করা হয়। সেই কারণে ওই পদ্ধতিতে বাড়িতে বসে পরীক্ষা করা অসম্ভব। এবার তার অবসান ঘটিয়ে নিজ বাড়িতেই করোনা পরীক্ষা করা সম্ভব।
নবান্ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ১০ হাজার অ্যান্টিজেন কিট ক্রয় করেছে রাজ্য সরকার। সেগুলোর গুণমান খতিয়ে দেখা হচ্ছে। সারা দেশে আইসিএমআর সহ ৮টি সংস্থা এই কিট তৈরির অনুমোদন পেয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা পরীক্ষায় এই কিটের উপর আস্থা রাখা যায়। তবে পরীক্ষায় কারও রিপোর্ট পজিটিভ এলে তা নিশ্চিত হতে জন্য আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। তাদের মতে, এর রিপোর্টের উপর কাউকে সংক্রমিত বলে গণ্য করা হবে না।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই কিটগুলির দাম পড়ছে ৪৫০ টাকা। তবে ব্যবহার বেড়ে গেলেই তা অর্ধেক করা হবে। তবে এই কিটের ক্ষেত্রে সমস্যা হল কিটগুলি মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ওই তাপমাত্রা থেকে বাইরে আনার কিছুক্ষণের মধ্যেই ব্যবহার করতে হবে। তাই এই তাপমাত্রায় কোথায় সংরক্ষণ ও বিক্রি সম্ভব, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।