নিউজপিডিয়া ডেস্ক: করোনা দিন দিন যেন আরো বেশি শক্তিশালী ও প্রসারিত হয়ে চলছে। তবে করোনা তার শক্তি হারাবে এবছরই-এমনই দাবি করছেন মার্কিন সংস্থা ‘মর্ডেনা’ ও ‘ফাইজার।’ তাদের দাবি, এ বছরের শেষের দিকেই করোনার ভ্যাকসিন আসতে চলেছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭। সমগ্র দেশে মোট মৃত্যু ৩৩ হাজার ৫২৫। বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮টি।
সমগ্র পৃথিবীতে চলছে অতিমারি। এই পরিস্থিতিতে আশার ইন্ধন দেখাচ্ছেন ‘মর্ডেনা’ ও ‘ফাইজার’ নামক দুই সংস্থা। জানা যায়, আমেরিকার এই দুই সংস্থা ৩০ হাজার মানুষের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল করেছে।
মার্কিন সংস্থা ‘মর্ডেনা’ গত ১৬ মার্চ করোনা ভাইরাসের ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ করে। সর্বপ্রথম ৫৪ জন স্বেচ্ছাসেবককে ভ্যাকসিনের ডবল ডোজ দেওয়া হয়। সেই সংস্থার দাবি, প্রথম ট্রায়ালেই তারা সফল হয়েছে।
ভ্যাকসিন দেওয়ার পর তাদের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি তাদের। একইভাবে আরেকটি সংস্থা ‘ফাইজার’-ও ভ্যাকসিন তৈরির কাজে অনেকটাই এগিয়ে আছেন বলে দাবি করেন। বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে ভ্যাকসিন নিয়ে এই দুই সংস্থার চুক্তিও হয়েছে।