নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: দেশে করোনা কাউকেই রেহাই দিচ্ছে না, দিন দিন বিনোদন জগতের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন,এবার সেই তালিকায় নাম লেখালেন বাহুবলি ছবির পরিচালক এস এস রাজামৌলি। বুধবার তাঁর লালারসের রিপোর্ট পজিটিভ এসেছে। পরিচালক নিজেই তার রিপোর্ট টুইটারে প্রকাশ করেন এবং জানান যে তিনি এবং তার পরিবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এদিন দক্ষিনী পরিচালক টুইট করে লেখেন, “আমি এবং আমার পরিবারের সদস্যরা কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলাম। আমাদের অল্প জ্বরও ছিল। তাই সময় নষ্ট না করে আমরা করোনা টেস্ট করিয়েছি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতন আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। তবে আমাদের পরিবারের সদস্যদের এখনও কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি।
তিনি লিখছেন, “আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছে এবং আমাদের কোনো উপসর্গ নেই। কিন্তু আমরা সমস্ত রকমের সাবধানতা ও নির্দেশ মেনে চলছি। অপেক্ষা করছি আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার, যাতে আমরা সেই প্লাজমা দান করতে পারি।”