নিউজপিডিয়া ডেস্ক: গল্প মনে হলেও সত্যি। করোনাকে বিয়ে করলেন বারাসাতের জনৈক যুবক কালী রুদ্র। বেশ কিছুদিন ধরেই কালীবাবুর বিয়ে নিয়ে চলছিল একাধিক জল্পনা-কল্পনা। সোমবার সকালে তিনি সমস্ত জল্পনাকে উপড়ে ফেললেন।
কিছুদিন থেকে শোনা যায়, কালীবাবু পঞ্চাশ পার করে ফের বিবাহ করবেন। কিন্তু পাত্রী সম্পর্কে জানা ছিল না কারোরই। করোনা আবহের মধ্যেই সোমবার জনা পঞ্চাশ মানুষকে নিমন্ত্রণ করেন কালীবাবু। এইদিন তিনি হিন্দু ধর্ম মতে বেলপাতা, ফুল ও মন্ত্র পাঠ করে করোনার অবয়বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
কালীবাবু হলেন পুরনো রাজনৈতিক কর্মী। তিনি করোনাকে বিয়ে করার উদ্দেশ্য হিসাবে জানান, তিনি করোনাকে বিয়ে করার মাধ্যমে সমাজে বার্তা দিতে চান। দেশের একাধিক স্থানে করোনা রোগী ও তাদের পরিবারের প্রতি মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। একপ্রকার মধ্যযুগীয় বয়কটের মতো করে রাখা হচ্ছে তাদের। তাই করোনা রোগীদের ঘৃণার চোখে না দেখে যেন সহমর্মিতার চোখে দেখা হয়, সেজন্যই কালিবাবুর এই প্রয়াস।
সামাজিক দূরত্ববিধি মেনে বারাসাতের বনমালীপুরে বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন বহু নারী-পুরুষ। কালীবাবু চান, তার এই বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক।