বিশেষ প্রতিনিধি : করোনা এবার থাবা বসলো এসএসকেএম হাসপাতালে। আক্রান্ত হলেন এক চিকিৎসক। কয়েকদিন ধরেই তিনি উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার তাঁর পরীক্ষায় করোনা ধরা পড়ে।
হাসপাতাল সূত্রের খবর, শেষ কয়েকদিন যাবৎ ওই চিকিৎসক জ্বর, কাশি ইত্যাদির মতো করোনার উপসর্গে ভুগছিলেন। যার জন্য এসএসকেএম-এ ভর্তি হন তিনি। উপসর্গ দেখে সতর্কতা হিসেবে মঙ্গলবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় ওই চিকিৎসককে বিধাননগরের আমরিতে স্থানান্তরিত করা হয়।
পশ্চিমবঙ্গে প্রায়শই চিকিৎসকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। কলকাতার বিভিন্ন হাসপাতালে করোনার সংক্রমণের ঘটনা ঘটেছে। এবার নতুন করে নাম জড়ালো এসএসকেএম-এর। এপ্রিল মাসে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরপর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই ইন্টার্নদের চিকিৎসা করা থেকে অব্যহতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এনআরএস হাসপাতালের ৭০ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছিল। এছাড়াও, হাওড়ার এক হাসপাতালের সুপার করোনা আক্রান্ত হন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একাধিক চিকিৎসকের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। মৃত্যু হয় অস্থিরোগ বিশেষজ্ঞ শিশির মণ্ডলের এবং অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তের।