
দি থার্ড আই ডেস্ক: করোনা জাত, ধর্ম বিচার করে না, তেমনই উচ্চ-নীচ ভেদও মানেনা। ইতিমধ্যে বিশ্বের অনেক বিশিষ্টজন এই রোগের শিকার হয়েছেন, এবার তাতে নতুন করে যোগ হলো আমাদের দেশও।
এক সূত্রে খবর কোভিড-১৯ এবার হানা দিয়েছে রাষ্ট্রপতি ভবনে। দেশের প্রথম সারির সুরক্ষা এখন চ্যালেঞ্জের সম্মুখীন। রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক কর্মীর দেহে দিন চারেক আগে মিলেছে করোনা পজিটিভ। স্বাভাবিকভাবে তিনি অন্যদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মাঝেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আপাতত সাবধানতাবসত রাষ্ট্রপতি ভবনে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
আপাতত রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের আধিকারিকদের তাঁদের নিজ বাড়িতেই কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে। তবে অন্যান্য কর্মীদের দিল্লীর একটি কোয়ারান্টাইন সেন্টারে চিকিৎসা পর্যবেক্ষণের সহিত রাখা হয়েছে। অন্যান্য কর্মীদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় আশঙ্কার মাঝেও আশার আলো জেগে উঠছে।