সোমনাথ দত্ত, মালবাজার: করোনার দ্বিতীয় টিকার ডোজ সহ করোনা মোকাবিলায় একাধিক দাবি জানিয়ে শনিবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল সি পি আই(এম) নাগরাকাটা এরিয়া কমিটির সদস্যরা। এই ডেপুটেশনের সময় প্রথমে কোভিড-১৯ প্রথম টিকা সুষ্ঠভাবে প্রদানের জন্য স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানিয়ে তিনটি দাবী করা হয়েছে – অবিলম্বে কোভিড ১৯ এর দ্বিতীয় টিকা উপযুক্ত ব্যাক্তিকে সময়মত প্রদান করা, কোভিড – ১৯ এর পরীক্ষার হার বৃদ্ধি করা এবং কোন ব্যাক্তি কোভিড আক্রান্ত হলে তাকে সরকারী ব্যবস্থাপনায় সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা।
প্রসঙ্গত, ব্লক স্বাস্থ্য আধিকারিক গুরুত্ব দিয়েই দাবীগুলির পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন বলেই জানাগেছে। এদিনের ডেপুটেশন প্রদানের নেতৃত্ব দেন রামলাল মুর্মু, রাজীব গুহ রায়, কৃষ্ণা ওরাওঁ, সঞ্জীব বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।