
রবিউল হোসেন: করোনা ভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যায় ইতালিয়ান লিগ। আর ঐ সময়ে ইতালি ছেড়ে নিজ দেশ পর্তুগালে ফিরে যান জুভেন্টাস ফুুুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পরিবারের সঙ্গে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন তিনি।
সিরি’আ কর্তৃপক্ষ আগামী মাসের শেষে লিগ শুরুর চিন্তা-ভাবনা করায় আবারো ইতালিতে ফিরেছেন রোনালদো। ইতোমধ্যে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ইতালিয়ান সিরি শীর্ষ ফুটবল লিগের খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দিয়েছেন। সিরি ‘আ’র খেলোয়াড়রা ৪ মে থেকে এককভাবে ও ১৮ মে থেকে দলীয়ভাবে অনুশীলন করতে পারবে। তাই দলের সঙ্গে যোগ দিতে, মাদেইরার নিজ বাড়িতে ফিরেছেন রোনালদো।
তবে করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী, যে কোনো দেশ থেকে ইতালিতে এলেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে রোনালদোকেও। হোম কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।