নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: হয়তো তাকে ফুটবলের বরপুত্র বললে ভুল হবে না। ইতিহাসের মত, করোনার জন্য মাঠে নামতে পাতেন নি, আর কোভিড মুক্ত হয়ে জুভেন্টাসের জার্সিতে মাঠে ফিরেই জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ খেলতে না পারার আক্ষেপ তো ছিলোই। আর, রোনাল্ডো সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে নিলেন চার দিন পর। বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুতি তুঙ্গে ছিলেন। কিন্তু, বাধা হয়ে সামনে দাড়ায় তাঁর করোনার রিপোর্ট। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আশায় জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার মাঠে নামতে পারেননি।
তারপর, শনিবার রোনাল্ডোর হাতে তার রিপোর্ট নেগেটিভ আসে। আর, তার পরের দিন রবিবার সিরি-এ তে স্পেজিয়ার বিরুদ্ধে ৫৬ মিনিটে পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নামেন রোনাল্ডো। আর, মাঠে নেমেই তিন মিনিটের মধ্যেই মোরাতার পাস থেকে গোল করেন তিনি। আর একটু পরেই পানেনকা কিকে দ্বিতীয় গোল করলেন রোনাল্ডো।
Happy to be back and help the team with two goals!🙏🏽
Well done team 👏🏽
Always Fino Alla Fine 💪🏽 pic.twitter.com/oSH19L6Dne— Cristiano Ronaldo (@Cristiano) November 1, 2020
প্রসঙ্গত, তার করোনার রিপোর্ট পজিটিভ থাকায় কুড়ি দিনে মোট চারটি ম্যাচে জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি সিআরসেভেন। আর, মাঠে না নামার ফলে গোলের খিদাটা যেনো বাড়িয়ে দিয়েছিলো তাকে। তার ফল এদিনের ম্যাচে জোড়া গোল।