সোমনাথ দত্ত, মালবাজার: ডুয়ার্সের মূর্তি নদীর ধারে জঙ্গলপথে চলে আসা গন্ডার দেখতে পর্যটকদের ভিড় উপচে পরে। রবিবার দুপুরের ঠিক পরেই হটাৎ গরুমারা জঙ্গল থেকে বের হয়ে গন্ডারটি চলে আসে মূর্তি নদীর ধারে। নিমেষের মধ্যেই খবর চাউর হতেই পর্যটক সহ সাধারণ মানুষের ভিড় উপচে পরে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মূর্তি বিটের বনকর্মীরাও। মূর্তি সেতুর ওপর থেকে গন্ডারটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। মাঝেমধ্যেই গন্ডারটি নদী থেকে জঙ্গলে ও জঙ্গল থেকে আবার নদীতে ফিরে আসতে থাকে।পরে মুর্তি থেকে নাগরাকাটা গামী রাজ্য সড়ক পেরিয়ে পুনরায় জঙ্গলে ফিরে যায়। কিছুদিন আগেই ওই গন্ডারটি মূর্তি খুনিয়া মোড়গামী রাজ্য সড়ক পার হয়েছিলো। গন্ডারটি মূলত চাপরামারী,পানঝোরা ও গরুমারা জঙ্গলেই ঘোরাফেরা করে বলে জানাগেছে। বনকর্মীরা জানায়, “তারা নিয়মিত গন্ডারটিকে পর্যবেক্ষণ করে চলছেন”।