নিউজপিডিয়া ডিজিটাল ডেস্ক: অনেকেই গুগলের ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব ব্যবহার করতে পারছেন না বলে টুইট করছেন। ইউটিউবে ঢুকতে গেলে ‘Error 500’ দেখাচ্ছে। ব্যবহারকারীরা এ সমস্যায় পড়ছেন। এ সমস্যার কারণে ইউটিউবে কোনো কিছু আপলোড করা, লগ ইন করা বা ভিডিও দেখার মতো কোনো কাজই করা যাচ্ছে না।
ভারতের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন না জি-মেল, ইউটিউব-সহ একাধিক অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপ। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে হাজার হাজার ব্যবহারকারী। ইউটিউবের সমস্যা নিয়ে অনেকেই টুইট করেছেন ইউটিউব কর্তৃপক্ষ কে। ইউটিউব কর্তৃপক্ষ তারা জানিয়েছে তাদের কিছু টেকনিক্যাল প্রবলেম এর জন্য সমস্যায় পড়েছেন গ্ৰাহকরা। ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করার কথা বলেছে। এ ছাড়া যাঁরা ইউটিউবের সমস্যা সম্পর্কে জানিয়েছেন তাঁদের ধন্যবাদ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউব কর্তৃপক্ষ টুইটে জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ চলছে। এটি ঠিক হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যেকোনো অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি এবং আপনাদের এ বিষয়ে জানানো হবে। ইউটিউবের সমস্যা হতে থাকায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনেকেই #YouTubeDOWN ব্যবহার করে টুইট করেন।
হঠাৎ কী কারণে এ সমস্যা হচ্ছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।