নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: এক মার্মান্তিক পথ দূর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের শুকটাবাড়ি এলাকা। জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা। দূর্ঘটনাটি ঘটেছে, কোচবিহার – মাথাভাঙা রোডের শুকটাবাড়ি এলাকায়। আর, ওই দুর্ঘটনার জেরে এদিন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এক্সিডেন্টের খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে দুর্ঘটনায় মৃত ওই যুবককের দেহ উদ্ধার করে যানজট মুক্ত করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ওই যুবকের নাম আশরাফুল হোসেন। তাঁর বাড়ি বলরামপুর এলাকায়। এদিন তাঁর এক আত্মীয়াকে বাইকের পিছনে বসিয়ে মাথাভাঙা রোড ধরে যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু সুকটাবাড়ি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। কোতয়ালি থানা পুলিশের প্রাথমিক ধারনা, বৃষ্টি থাকায় বাইকের চাকা স্কিট করে বাসের চাকার সামনে চলে যায়, আর তখনই ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।