কলকাতা, ২৫ জুলাই: দেবশ্রী ভট্টাচার্য নামটির পিছনে রয়েছে একটা বিশাল আকারের পরিশ্রম। তিনি শুধু একজন অভিনেত্রী নন, একাধারে তৃণমূল নেত্রী, তেমনি রাজ্যের মানবাধিকার কমিশনের মহিলা দপ্তরের প্রেসিডেন্ট। দেবশ্রী ভট্টাচার্য অল্প সময়ের মধ্যে তিনি যেমন একজন সফল অভিনেত্রী তার পাশাপাশি একজন দাপুটে তৃনমূল নেত্রীও।
কথায় আছে, ‘রক্ত কথা বলে।’ যদি পরিবারের মধ্যে একজন দাপুটে পর্যটন মন্ত্রী থাকে তাহলে একজন মহিলা হয়ে ওনার পক্ষে সব কিছু করা সম্ভব। দেবশ্রী ভট্টাচর্য্য এক হাতে তুরি মেরে কোনো মানুষের হুমকিকে তোয়াক্কা না করে এক হাতে তিনি সকল মানুষের সেবা করে চলেছেন।
তিনি হলেন বাংলার অগ্নিকন্যা, ওনাকে ঘিরে বেঁচে আছে প্রচুর মানুষের স্বপ্ন।
ইতিমধ্যে তার নুতুন মুভির শুটিং অবধি চলছে। তার সাথে সাথে পরিবারকে সময় দেওয়া; সত্যি ওনার পক্ষেই সম্ভব।
তিনি সরাসরি পায়েল সরকারের লেখা ‘বাস্তব’ উপন্যাস টি নিয়ে বলেন, খুব আকর্ষণীয় থিম নিয়ে লেখা এই উপন্যাসটি।