নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: ‘মুহাম্মদ: দ্য মেসেঞ্জার অফ গড’ ছবিটি ভারতে মুক্তির আগেই পড়ল নিষেধাজ্ঞার মুখে। পৃথিবীখ্যাত পরিচালক মাজিদ মাজিদির এই ছবিটি ২১ জুলাই ভারতে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির আগে নিষেধাজ্ঞার আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ছবিটি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানতে পারে বলে তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্করকে। ইসলামের শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ এর জীবনী নিয়ে ছবিটি নির্মাণ করেন খ্যাতনামা পরিচালক মাজিদি।
ছবিটি নির্ধারিত দিনে মুক্তি পেলে একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। যার ফলে দেশের আইন-শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা রয়েছে। তাই ইনফরমেশন টেকনোলজি আইনের ৬৯(এ) ধারায় ডিজিট্যাল প্ল্যাটফর্মের সমস্ত বিভাগে যেমন-ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে ছবিটির মুক্তিতে নিষেধাজ্ঞার অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে ‘রজা অ্যাকাডেমি’ নামের এক ধর্মীয় সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের কাছে এমন আবেদন জানিয়েছেন অনিল দেশমুখ।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইরানি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাজিদ মাজিদি। সর্বশেষ ইসলামের পয়গম্বর মুহম্মদ (সা.) এর জীবন নিয়ে নির্মিত ৩ পর্বের ধারাবাহিক চলচ্চিত্র সমূহের প্রথম পর্ব এটি। মুহাম্মদের শৈশবের উপর ভিত্তি করে রচিত হয়েছে এর কাহিনী। এটি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র হিসেবে বিবেচিত।চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন ভিত্তেরিও স্টোরারো এবং আবহসঙ্গীত পরিচালনা করেছেন খ্যাতিমান সুরকার এ. আর. রহমান। ইসলামের মহানবীর ছবি নিষিদ্ধের নিয়মটি যথাযথ মেনেই ছবিটি নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসিত হয় ছবিটি।
শুরু থেকেই ছবির মুক্তির বিরোধিতা জানিয়ে আসা ‘রজা অ্যাকাডেমি।’ এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ক্ষেত্রেও আপত্তি জানাচ্ছে। বিরোধিতা জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার বিভাগও।