বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি:রবিবার দুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা আলু ও চাল ডাল খারাপ দেওয়ায় শিশুদের খাদ্য সামগ্ৰী বিতরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । এদিন হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের অধীন রিফুজিপাড়া এলাকার ১৬৬ নম্বর সেন্টারের ঘটনাটি ঘটে।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় বিতরণ করা চাল ডাল ও পচা আলু ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রথমী রায় এবং গ্ৰাম পঞ্চায়েত সদস্যা গুণবালা রায়। তাদের তরফে এই খাদ্য সামগ্ৰী পরিবর্তন করে ভালো মানের খাদ্য দ্রব্য বিতরণের আশ্বাস দেওয়া হয়। তারপর বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার জ্যোৎস্না বর্মণ বলেন, “বিষয়টি নজরে এসেছে।সোমবার আমি সেন্টারে গিয়ে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।”
অঙ্গনওয়াড়ি কর্মী বাসন্তী রায় জানান , “বর্তমানে কেন্দ্রটিতে ৬০ জন শিশু রয়েছে।ছয় জন গর্ভবতী মা ও প্রসুতি রয়েছেন।সেখান থেকেই তাঁদের মিড -ডে মিলের চাল ডাল ও আলু বরাদ্দ করা হয়।লকডাউনের জেরে বর্তমানে সেন্টার বন্ধ রয়েছে।তাই কিছু দিন বাদে চাল ডাল ও আলু বিতরণ করা হয়। আজকে প্রথম খাদ্য সামগ্ৰী বিতরণ শুরু হয়।” অভিভাবকদের মধ্যে মহেন রায়, বিপ্লব দেব অধিকারী, মলিন রায় জানান, প্রথম দিন থেকে পচা আলু ও পোকা খাওয়া চাল ও খারাপ ডাল বিতরণ করা হয়।
তাই এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় পচা আলু ও চাল ডাল বের করে বিক্ষোভ দেখানো হয়। বাপি রায়, পবিত্র রায় ও মিঠু রায়ের মতো অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী নিম্নমানের খাবার বিতরণের পাশাপাশি দীর্ঘদিন ধরে শিশু সহ অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁরা ওই কর্মীর অন্যত্র বদলির দাবি এদিন হলদিবাড়ির বিডিওকে জানান।