নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়ি: ধূপগুড়ির ডাউকিমারী রোডের বেহাল দশা। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। ধূপগুড়ি পৌরসভার ১৪ নাম্বার ওয়ার্ডের উপর দিয়ে যাওয়া এই রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রবিবার দুপুরে রাস্তার মধ্যে ব্রাঞ্চ ফেলে অবরোধ করা হয়। এমনকি রাস্তার মাঝখানে তাঁরা ধানের চারা লাগিয়েও বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, জমি
যেমন জল মগ্ন হয়ে যায় ঠিক তেমনি এই রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। তাই ধানের চারাগাছ লাগানো হল যাতে কর্তৃপক্ষের কানে পৌঁছায়। ঘটনাস্থলে ছুটে আসেন ধুপগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলতে থাকে। অবরোধকারীদের অভিযোগ, ধূপগুড়ির পৌরসভার অন্তর্গত ডাউকিমারী রোডে রাস্তার মাঝখানে চলছে ডিভাইডার দেওয়ার কাজ। এর ফলে রাস্তার দুধারে ভেঙে গেছে। বাসিন্দাদের চলাফেরার সমস্যা দেখা দিচ্ছে। পৌরসভা দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের দিকে নজর দিচ্ছে না। তবে ধুপগুড়ি পৌরসভার পক্ষ থেকে রাস্তার কাজ অনেকদিন আগেই শুরু করা হয়েছিল কিন্তু মাঝখানে লকডাউন এবং বর্ষা শুরু হবার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে বলে সূত্রের খবর।