মালবাজার, ০৩ জুন: লকডাউন চলাকালিন সময়ে বিদ্যুত দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রিডিং না নিয়ে প্রত্যেক গ্রাহকের কাছে ২০১৯ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রাহকরা যে বিল প্রদান করেছিলেন তার ওপর নির্ধারণ করে এবছরের বিল ধার্য করছে। এতেই সমস্যায় পড়েছে এলাকার সমস্ত ধরণের গ্রাহকরা। এরই প্রতিবাদে আজ সি পি আই (এম ) মাল এরিয়া কমিটি এবং মহিলা ও ছাত্র যুব সংগঠনের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে ডেপুটেশন জমা দেয়া হলো বিদ্যুৎ বিভাগের মালবাজার শাখার স্টেশন ম্যানেজারের কাছে। এ বিষয়ে স্টেশন ম্যানেজার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মিটার রিডিং এখন থেকে সময় মতন নেওয়া হবে, বিল প্রদান ক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেপুটেশন জমা দেবার সময় উপস্থিত ছিলেন সি পি আই (এম ) মাল এরিয়া কমিটির সম্পাদক পার্থ দাস, রাজা দত্ত, মনতোষ গোস্বামী, মানস বিশ্বাস, প্রাক্তন বিরোধি দলনেতা সুপ্রতিম সরকার, মহুয়া রানী ঘোষ, অসীমা বড়ুয়া, সমীর সিংহ প্রমুখ।