নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: কর্ম নিশ্চয়তা প্রদান ও স্থায়ীকরণ সহ মোট ৬ দফা দাবি জানিয়ে সারারাজ্যের সাথে সাথে দিনহাটা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এ ডেপুটেশন জমা দিল দিনহাটা ১ নং ব্লকের এর গ্রামীন সম্পদ কর্মী সংগঠন।
মূলত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের অধীনে সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত গ্রামীন সম্পদ কর্মীরা(VRP )। কিন্তু সেই কাজ নূন্যতম দৈনিক বেতনে বছরে ১৫ দিনের জন্য দেওয়া হয়। তারপর মুখ্যমন্ত্রী বছরে ২৪০ দিনের পতঙ্গবাহিত রোগ নির্ণয়ের কাজ দিলেও মাসিক বেতন এতটাই কম যে চরম সঙ্কটে পরতে হয় ভিআরপি দের। পতঙ্গবাহিত রোগ, কোভিড ১৯ সহ আরো বিভিন্ন প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথি, খাদ্যসাথি, ভোটার ভেরিফিকেশন ,কৃষক বন্ধু, বাড়ি বাড়ি ফুড কুপন বিতরণ ইত্যাদি কাজ করলেও মেলেনি উপযুক্ত পারিশ্রমিক। এমনকি কোভিড পরিস্থিতিতে কাজ করলেও মেলেনি জীবনবিমা। রাজ্যের প্রতিটি ব্লকে গ্রামীন সম্পদ কর্মীরা কাজের দক্ষতা দেখালেও হয়নি কাজের স্থায়ীকরণ। তাই ৬ দফা দাবি জানিয়ে তারা বিডিও কে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি গুলো হলো, ১) কাজের স্থায়ীকরণ ও কর্মসুনিশ্চয়তা, ২) গ্রামীন সম্পদ কর্মীদের একটি সিস্টেমের মধ্যে আনতে হবে,৩) ১০০% সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত করতে হবে, ৪) কোভিড ১৯ অতিমারিতে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, ৫) গ্রামীন সম্পদ কর্মীদের জীবনবিমা ও স্বাস্থ্যবিমা চালু করতে হবে ও ৬) সরকারি কর্মচারীর সমমর্যাদা দিতে হবে।
গত লোকসভা নির্বাচনের পূর্ববর্তী সময়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীন সম্পদ কর্মীদের একটি সিস্টেমের মধ্যে মাসিক বেতনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও বাস্তবে তা এখনো কার্যকর হয়নি। তাই সারা রাজ্যের পাশাপাশি দিনহাটা ১ নং ব্লকের গ্রামীন সম্পদ কর্মীরা সামাজিক দুরত্ব বজায় রেখে ডেপুটেশন জমা দিল।