সোমনাথ দত্ত,মালবাজার: ১৯ দফা দাবীকে সামনে রেখে আজ রাজ্য কো – অর্ডিনেশন কমিটির মাল মহকুমা কমিটির তরফে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। এই ১৯ দফা দাবীর মধ্যে উল্লেখযোগ্য কোভিড ১৯ প্রতিরোধে উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা, সমস্ত স্বাস্থ্য কর্মী চিকিৎসক, নার্সিং ষ্টাফদের পিপিই কিটস প্রদান করতে হবে, সমস্ত সরকারী দপ্তর সাত দিন পর পর স্যানিটাইজ করতে হবে, বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে রেশনে খাদ্য দ্রব্যের পরিমান হ্রাস করা চলবে না, কর্পোরেট স্বার্থে রাজ্যগুলির মতামত না নিয়ে নতুন শিক্ষানীতি চালু করা যাবে না ইত্যাদি দাবীকে সামনে রেখে আজ মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে মহকুমা শাসকের হাতে ডেপুটেশন তুলে দেন মাল মহকুমা কমিটির সদস্যবৃন্দ। ডেপুটেশন দেবার সময় কো-অর্ডিনেশন কমিটির যে সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা হলেন রাজদীপ দত্ত, রতন বড়ুয়া, রিনা গাঙ্গুলী, নিখিল বোস সহ অন্যান্যরা।
এ প্রসঙ্গে রতন বড়ুয়া বলেন, “বর্তমান সময়ে করোনা আবহে স্বাস্থ্য কর্মীরা নিজেদের কথা না ভেবে সমস্ত সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করে চলেছেন। তাই তাদের পর্যাপ্ত পরিমান পিপিই কীট ও অন্যান্য পরিষেবা যাতে সঠিক ভাবে প্রদান করা হয়, এছাড়া অন্যান্য দাবিকে সামনে রেখে মহকুমা শাসকের কাছে আমরা সমবেত ভাবে ডেপুটেশন দিয়েছি।”