বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ান গঞ্জ অঞ্চলের গিড়িয়া মোড়ের বাসিন্দা প্রদীপ ভৌমিকের ছেলে সুরজিৎ ভৌমিক ।এবছর মাধ্যমিকে ৬২৪ নম্বর পেয়ে দেওয়ান গঞ্জ হাই স্কুলে প্রথম হয়ে সকলের মন জয় করেছে। তাঁর বাবা পেশায় একজন পানের দোকানদার। চার জনের সংসার, বাবা, মা ও এক ভাই আছে সুরজিতের। দেওয়ানগঞ্জ বাজারে ছোট্ট পানের দোকান চালিয়ে কোনো মতে চলে তাদের সংসার। এবারে মাধ্যমিকে সুরজিৎ বাংলায় ৯১, ইংরাজিতে ৮০, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞানে ৮০, জীবনবিজ্ঞানে ৯০, ভূগোলে ৯২, ইতিহাসে ৯১ নম্বর পেয়েছে।
বিজ্ঞান নিয়ে পড়তে চায় সুরজিৎ।ভবিষ্যতে শিক্ষক হতে চায় সে। কিন্তু ছোট্ট একটা পানের দোকান চালিয়ে সুরজিতের বাবা যা উপার্জন করে, তা দিয়ে সংসার চলে তাদের এবং সুরজিতের বাবা বলেন আমার ছেলে ছোটো বেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। দেওয়ান গঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক কমলেন্দু রায় প্রামানিক বলেন, সুরজিৎ আর্থিক প্রতিবন্ধকতাকে কাটিয়েও এই রকম ফল করায় আমরা ওর জন্য গর্বিত। ও জীবনে আরও ভালো রেজাল্ট করুক এবং ভালো হোক এই আশা রাখছি।