নিউজপিডিয়া ডেস্ক: আট পুলিশের হত্যাকারী বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু নিয়ে বিশিষ্ট মহলে শুরু হয়েছে গুঞ্জন। এরই মাঝে ভাইরাল হয়েছে পুলিশের একটি ভিডিও ক্লিপিং। বিকাশ দুবে কানপুর পর্যন্ত পৌঁছবেই না! এমনটা আগে থেকেই জানা ছিল! এমন তত্ব জোরালো হচ্ছে সেই ভিডিও ক্লিপিং দেখে।
ভাইরাল হওয়া পুলিশের ক্লিপিং-এ কয়েকজন পুলিশকর্তা নিজেদের মধ্যে কথা বলছেন বলে শোনা যাচ্ছে। তাদেরই একজন আরেকজনকে বলছেন, ‘বিকাশ দুবে কি কানপুর পর্যন্ত পৌঁছবে?’ তখন অপরজন সহাস্যে তাঁকে বলছেন, ‘বিকাশ কানপুরে পৌঁছবে না।’
ওই ক্লিপিং ভাইরাল হতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কাদের আড়াল করতে বিকাশকে গুলি খেতে হল? বিরোধীদের সন্দেহ কি অমূলক নয়?
শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের গাড়িতে করে বিকাশকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে উত্তরপ্রদেশে আনার পথে এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের কনভয়ের একটি গাড়ি। পুলিশ জানিয়েছে, বিকাশ পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল। আত্মরক্ষার্থেই তাকে গুলি করা হয়েছে।
বিকাশের এনকাউন্টার বিভিন্ন মহলে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন- বিকাশের খুনের পরিকল্পনা কি আগে থেকেই নেওয়া ছিল? এনকাউন্টারের ব্যখ্যা কি সাজানো? রাঘব বোয়ালদের আড়াল করতেই কি বিকাশের এনকাউন্টার? যে দুই শতাধিক পুলিশকর্মীর বিকাশের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের কি হবে?
এনকাউন্টারে পুলিশি ব্যাখ্যার বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। বিরোধীদের মতে, বিকাশকে বাঁচিয়ে রাখলে রাজ্যের বড় বড় আমলা, মন্ত্রী থেকে শুরু করে পুলিশের কর্তারাও জড়িয়ে যেত। তাঁদের আড়াল করতেই এনকাউন্টারের গল্প। পূর্ব পরিকল্পনামাফিকই কাজ করেছে পুলিশ।