নিউজপিডিয়া ডেস্ক, ২৬ জুনঃ গত ২৩ জুন যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি বাজারে হইচই ফেলে দিয়েছে। তাদের দাবি, করোনার ওষুধ তারা আবিষ্কার করেছে। “করোনিল” নামের এক ট্যাবলেট দেখিয়ে পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণা জানান, এর প্রয়োগে ১০০ করোনা পজিটিভ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। হিন্দি নিউজ চ্যানেলগুলিও এর প্রচার শুরু করে এরপরই আসরে নামে মোদি সরকার। করোনিলের সমস্ত বিজ্ঞাপন বন্ধ করতে পতঞ্জলিকে কড়া নির্দেশ দেয় কেন্দ্রীয় আয়ূশ মন্ত্রক। উত্তরাখণ্ড সরকারও পতঞ্জলির কাছে রিপোর্ট তলব করে। সরকার এর বিক্রি বন্ধ করে দেয়।

মিথ্যা দাবি
সম্প্রতি একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে বলা হয় করোনিলের প্রচার ও বিক্রি বন্ধ করার জন্য কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক জনৈক ডাক্তার মুজাহিদ হোসেনকে বরখাস্ত করে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিজয় শঙ্কর তিওয়ারি হিন্দিতে টুইট করে এই দাবি করেন। পরে আবার টুইট করে তিনি লেখেন, “মুজাহিদ হোসেনের মতো লোকেরা আয়ুর্বেদ ও আয়ূষ মন্ত্রকের সম্মানহানি করছে।” যদিও পরে তিনি টুইট ডিলিট করে দেয়। কিন্তু ততক্ষণে তা হাজার হাজার মানুষ লাইক, কমেন্ট, রিটুইট করেছে।

ফ্যাক্ট চেক
নিউজপিডিয়া ফ্যাক্ট চেক টিম দেখে, খোদ আয়ূষ মন্ত্রক টুইট করে জানায়, তারা কোনো ডাক্তারকে কাজ থেকে অব্যাহতি দেয়নি। কাজেই মুজাহিদ হোসেনকে ঘিরে যে খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো।